এপ্রিল 14, 2015
Mrs Smith
ব্র্যাক ই-শিক্ষা কর্মসূচির কম্পিউটার এইডেড লার্নিং (সিএএল) কার্যক্রম এনিমেশনকৃত পাঠ-উপকরণ ব্যবহারের মাধ্যমে পাঠ্য বিষয়কে সহজ এবং পাঠদান প্রক্রিয়াকে অংশগ্রহণমূলক ও আনন্দদায়ক করার প্রয়াস। শ্রেণিকক্ষ পর্যায়ের অভিজ্ঞতা থেকে দেখা গেছে, কিছু বিষয়ের পাঠ্যপুস্তকের বেশ কিছু অধ্যায়/পাঠ শিক্ষার্থীর বুঝার জন্য বেশ কঠিন। এমনকি এ ধরণের বিষয়ে শিক্ষার্থীদের ধারণা স্পষ্ট করতে শিক্ষকদেরও শত চেষ্টাসত্তেও সম্ভব হয় না।